25.9 C
Dhaka
Tuesday, July 8, 2025

আফ্রিকান ইউনিয়নের সম্মেলন থেকে বের করে দেয়া হলো ইসরায়েলের সিনিয়র রাষ্ট্রদূতকে

ইউথোপিয়ায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের বার্ষিক সম্মেলনে থকে একজন উচ্চ পদধারী ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। মূলত তার উপস্থিতিতে অনেক দেশ আপত্তি জানানোর পর তাকে বহিষ্কার করা হয়। খবর প্রেসটিভি

সোমবার (৭ এপ্রিল) ইউথোপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে অনুষ্ঠিত সম্মেলনে ১৯৯৪ সালে রুয়ান্ডতে টুটসি সম্প্রদায়ের গণহত্যার ৩১তম স্মরণ সভা শুরু হওয়ার পর ইসরায়েলি রাষ্ট্রদূত আব্রাহাম নেগুইসেকে ওই অনুষ্ঠান থেকে চলে যেতে দেখা যায়।

ওই অনুষ্ঠানে ইসরায়েলি রাষ্ট্রদূত আব্রাহাম নেগুইসেক উপস্থিত থাকায় তা মেনে নিতে পারেনি আফ্রিকান ইউনিয়নের অনেক দেশ। পরে তাকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ  বেকারদের জন্য সুসংবাদ: জামানত ছাড়াই ২ লক্ষ টাকা পর্যন্ত লোন, কিস্তি মাত্র ২,০৭৬ টাকা!

অনুষ্ঠানে উপস্থিত থাকা একটি কূটনৈতিক সূত্র আল জাজিরা টেলিভিশন নিউজ নেটওয়ার্ককে জানিয়েছে, ইসরায়েলি রাষ্ট্রদূতের উপস্থিতিতে আফ্রিকার অনেক দেশ আপত্তি জানায় এবং তাকে প্রত্যাহার করা না করা পর্যন্ত ওই অনুষ্ঠান স্থাগিত রাখা হয়।

কে তাকে এই অনুষ্ঠানে আহ্বান জানিয়েছে তা খতিয়ে দেখার জন্য ঘটনা তদন্তের কথা জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এর পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় ৮৭ টি দেশকে। যারা এর সদস্য নয় এবং এই দেশগুলা আফ্রিকা মহাদেশের বাইরে অবস্থিত।

আরও পড়ুনঃ  সীমান্তে উঁচু বাঁধ নির্মাণ বাংলাদেশের, উদ্বিগ্ন ভারত

পর্যবেক্ষকের মর্যাদা পাওয়া দেশগুলো আফ্রিকা ইউনিয়নের সভায় অংশগ্রহণের সুযোগ পায়। কিন্তু তাদের কোনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ